ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুদানের সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর দেশজুড়ে সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) এ খবর দিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুদানের সেনাবাহিনীর প্রধান এবং ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে আফ্রিকার এই দেশটিতে গৃহযুদ্ধ চলমান রয়েছে। মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করছে।

দীর্ঘদিন ধরে চলা এই গৃহযুদ্ধে দুপক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সুদানের সেনাবাহিনীর প্রধান। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।  ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ । এই সংঘাত দেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ‘সুদানকে অস্থিতিশীল করা এবং একটি গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যকে দুর্বল করার’ জন্য জেনারেল বুরহানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ওয়াদ মাদানিতে বেসামরিক লোকদের হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি