ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সুদের টাকা দিতে না পারায় বিষ খাইয়ে হত্যা

প্রকাশিত : ১৪:০২, ১৭ জানুয়ারি ২০১৮

সুদের টাকা শোধ করতে না পারায় ময়মনসিংহে রায়হান ওরফে রানা নামে এক মোবাইল মিস্ত্রিকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ,  সদর উপজেলার শস্যমালা বাজারে মোবাইল মেরামতের কাজ করতেন রানা। এক বছর আগে বোনের বিয়ের জন্য আজমতপুর গ্রামের শরিফুলের কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ নেন। গত দু’তিন মাস ধরে সুদের টাকা দিতে না পারায় রানার সঙ্গে শরিফের বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ নিয়ে গত সোমবার দু’জনের মাঝে ঝগড়ার পর সন্ধ্যায় রানাকে দোকান থেকে তুলে নিয়ে যায় শরিফুল ও তার সহযোগীরা। পরে রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তার পরিবারের অভিযোগ, রানাকে খুন করা হয়েছে। অপরাধীদের বিচার দাবি করেছে তার স্বজন ও এলাকাবাসী।
রানার মৃত্যুর পর থেকে গা ঢাকা দিয়েছে শরিফুল ও তার সহযোগীরা। তবে শরিফুলকে নির্দোষ দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
এদিকে, রানার মৃত্যর ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সঠিক তদন্তে রানার মৃত্যুর রহস্য উন্মোচন ও দোষীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী।
/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি