ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

সুনামগঞ্জে আরও বেড়েছে পানি, নতুন এলাকা প্লাবিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ১৮ জুন ২০২৪

সুনামগঞ্জের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে পানি প্রবেশ করায় আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবজার, ছাতক, জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে সড়কের যানচলাচল। 

এতে চরম দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার লোকজন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত কয়েকদিনে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি