ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে রয়েছে শতবর্ষী পদ্মকানন বিল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জলজ ফুলের রাণী পদ্ম। নদীনালা দখল হয়ে যাওয়ায় এখন আর এ ফুল সচরাচর দেখা যায় না। শুধু কবিতা আর গল্পেই যেনো দেখা মেলে পদ্ম ফুলের। তবে সুনামগঞ্জে রয়েছে শতবর্ষী পদ্মকানন বিল। সেখানে ফুটে অজস্র ফুল। এলাকাটিকে পর্যটন এলাকা ঘোষণা করেছে জেলা প্রশাসন।

একসময় পদ্মফুলের দেশ ছিলো বাংলাদেশ। নদী-নালায় ফুটে থাকতো লাল, সাদা গোলাপী, বেগুনী রঙের পদ্ম। দখলে-দূষণে হারিয়ে যাচ্ছে নদী, বিরল হয়ে উঠছে পদ্ম ফুল।

তবে হাওর জনপদ সুনামগঞ্জে আজো টিকে আছে পদ্মকানন বিল। জনশ্র“তি আছে, শত বছর আগে থেকে এ বিলে পদ্মফুল ফোটে। ৭.৩৩... জায়গা জুড়ে ফুটছে ফুল।

পদ্মবিল দেখতে ছুটে আসছেন দর্শনার্থী-পর্যটকরা। তবে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে।

বিলটিকে সরকারিভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

কার্যকরী উদ্যোগে পদ্মবিল হয়ে উঠতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র- এমনটা মনে করেন স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি