ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সুনামহঞ্জে অর্ধশত গ্রামের নলকূপে আর্সেনিক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

খাবার পানির সমস্যায় সুনামগঞ্জের সীমান্তবর্তী তিন উপজেলার অর্ধশত গ্রামের বাসিন্দারা। নলক’পের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক। তাই খাবার পানির একমাত্র উৎস ঝর্ণা আর খাল। গ্রীষ্মে সেগুলো শুকিয়ে গেলে সংকট হয়ে উঠে আরো তীব্র।

ভারতীয় সীমান্ত ঘেষে সুনামগঞ্জের সদর, দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলায় প্রায় ৫০টি গ্রাম । এসব গ্রামের বাসিন্দাদের অন্যতম প্রধান সমস্যা বিশুদ্ধ পানি। নেই গভীর নলকূপ। পানি আনতে হয় সীমান্ত পার হয়ে খাল ও ঝর্না থেকে।

স্থানীয়রা জানায়, যেকটি টিউবওয়েল রয়েছে  সেগুলোর পানিতে আর্সেনিক আর আয়রন। এসব পানি পান করে রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা বলছে, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।

দ্রুত পানি সংকটের সমাধান দাবি গ্রামবাসীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি