ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

সুন্দর, পরিকল্পিত নগরী গড়তে ময়লা ফেলবার বিন,কোটি টাকারও বেশি নষ্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১ মে ২০১৭ | আপডেট: ০৯:৫৭, ১ মে ২০১৭

সুন্দর ও পরিকল্পিত নগরী গড়তে রাস্তার পাশে ওয়েস্ট-বিন বসিয়েছিল দুই সিটি কর্পোরেশন। সঠিক নজরদারির অভাবে এ খাতে কোটি টাকারও বেশি নষ্ট হয়েছে রাষ্ট্রের। এজন্য বিশেষজ্ঞরা সু-পরিকল্পনার অভাবকে দায়ী করলেও, হতাশ না হয়ে নতুন ভাবনার কথা জানিয়েছে দুই সিটি কর্পোরেশনই।
বিশ্বের সব উন্নত দেশেই রাস্তার পাশ দিয়ে থাকে ময়লা ফেলবার বিন। আর এ কারণে সেখানকার পরিবেশ যেমন ভালো থাকে, পরিস্কার থাকে ফুটপাতসহ রাস্তাঘাটও।
এমন চিন্তা মাথায় রেখেই রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ২০১৬ সালের প্রথম দিকে বসানো হয়েছিল ওয়েস্টবিন। কিন্তু বছর ঘুরতেই সব পড়ে আছে অনুপযোগী হয়ে।
দক্ষিন সিটির ঘন বসতি বিবেচনায় বসানো হয়েছিল দুই ধরনের ওয়েস্টবিন। এরমধ্যে বড়গুলোর মুল্য ১২ হাজার আর ছোটগুলো ৮ হাজার টাকা। উত্তর সিটিতে যে বিন বসানো হয়েছিল তার দাম পড়ে ৬, ৮০০ টাকা। গেল নভেম্বরে দুই সিটিরই জরিপে দেখা যায়-


দক্ষিণ সিটি কর্পোরেশন                  উত্তর সিটি কর্পোরেশন
মোট বিন- ৫,৭০০                       মোট বিন-১০০০
চুরি হয়েছে ২০০টি                       চুরি হয়েছে ১৮৬টি
নষ্ট হয়েছে ১৯০টি                       ব্যাবহার উপযোগী ৮১৪টি
ঠিক করা যাবে ২০০ টি    

নগরবিদরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবেই মুখ থুবড়ে পড়েছে এমন ভালো একটি উদ্যোগ।
সুন্দর নগরী গড়তে সব বিষয়কে ইতিবাচক হিসেবে দেখে এ খাতে নতুন পরিকল্পনা নিতে চায় দুই সিটি কর্পোরেশন-ই।
শুধু প্রকল্প নয়, পরিচ্ছন্ন ঢাকা গড়ার যে স্বপ্ন দুই নগর পিতার তা যেন টেকসই এবং জনসম্পৃক্ত হয় সেদিকে নজর রাখার আহবান সবার।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি