সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত
প্রকাশিত : ০৯:৩০, ২৯ মে ২০১৯ | আপডেট: ১০:১০, ২৯ মে ২০১৯
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যাবের।
বুধবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে র্যাব-৮ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মোবাইলে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।
ক্ষুদেবার্তায় জানানো হয়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
এ সময় র্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন