ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে নৌযান চলাচল

প্রকাশিত : ১২:৪৩, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪৩, ২১ মার্চ ২০১৬

নৌ দুর্ঘটনার কারনে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এর ফলে এখন থেকে শ্যালা নদীর পরিবর্তে মংলা-ঘষিয়াখালী নৌ পথটি ব্যবহৃত হবে।  ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ওয়েল ট্যাঙ্কার ডুবির পরও একবার এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। সকালে বিআইডাব্লিউটিএ-এর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে,  সুন্দরবনের শ্যালা নদীতে কার্গো জাহাজডুবির ঘটনায় মালিকসহ ৬ জনকে আসামি করে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বনবিভাগ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি