সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার
প্রকাশিত : ১২:৪০, ২২ মার্চ ২০২৫

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।
শুক্রবার (২১মার্চ) বিকেলে সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) লিডার মোঃ খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের জনৈক মরিয়ম বেগমের একটি ছাগল খোঁজ করে না পেয়ে বিকালে প্রতিবেশী মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার বকরি ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেচিয়ে ধরে রেখেছে।
পরে সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শবর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশী চালিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়।
২০ ফুট লম্বা অজগরটির ওজন ৫৫ কেজি।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় শরণখোলা ষ্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনে বনে অবমুক্ত করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন