ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের দুই নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। এই কূপ থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছে বাপেক্স।
দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুন্দলপুর-শাহাজাদপুর গ্যাস প্রকল্পের দুই নম্বর কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়েছে।
এর উদ্বোধন করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম। মাটির ৩ হাজার ২০০ মিটার গভীরে কূপটি খনন করে কয়েক স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানান তিনি। এর মধ্যে ১ হাজার ৪০০ মিটার গভীরতার স্তরটি সবচেয়ে বড় ও সমৃদ্ধ বলে জানিয়েছে বাপেক্স। এখান থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে আশা করছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান।
প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ২০০৪ সালের অক্টোবরে শাহাজাদপুর গ্রামে ৫ একর জমিতে প্রকল্পের কাজ শুরু হয়। ৬২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে বাপেক্স নিজস্ব প্রযুক্তিতে কূপ খনন করেছে বলেও জানান তিনি।
এই গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি