ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপার কাপের ফাইনাল রাতে, রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ১টায়।

সুপার কাপে ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারাই। একবার বেশি নিয়ে সে তালিকায় শীর্ষেই অবস্থান বার্সেলোনার। 

তবে, গত কয়েকটা মৌসুমে যেন অচেনা রূপে কাতালান দলটি। শেষবার তারা সুপার কাপের শিরোপা ঘরে তুলে চার পাঁচ বছর আগে। দীর্ষ খড়া ঘুচিয়ে বছরের প্রথম ট্রফিটা কোনোভাবেই হাতছাড়া করতে চায়না জার্ভির দল। 

এদিকে, ফাইনালে উঠলেই ট্রফি জয়টা যেন নিয়মে পরিণত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপেও চ্যাম্পিয়নের সে চকমা ধরে রাখতে মাঠে নামছে কার্লো অ্যানলেত্তির শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি