ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুপার সিক্সে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভেনেজুয়েলায় বসেছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির ৩১তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উড়ন্ত সূচনার পরের ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি আলবিসেলেস্তে যুবারা। বলিভিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। আর এই জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। 

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।

এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি