ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৩ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪৪, ৪ এপ্রিল ২০১৭

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় এবং শেষ দিনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে সাবেকমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে রবিউল আলম বুদু নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি