ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০৭, ১৮ অক্টোবর ২০১৭

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব তিনি পালন করবেন।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস রিচার্ড ক্রুস এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরপর তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া, সুপ্রিম কোর্ট প্রশাসনে আরও ছয় কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও সূত্র জানিয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন (সিনিয়র জেলা ও দায়রা জজ) সৈয়দ আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়।

 

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি