সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২২:০০, ৫ আগস্ট ২০১৮
‘বেটার ফিউচার বাংলাদেশের’এর আয়োজনে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মজার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালরের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকটর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ রাজীব হাসান, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর প্রফেসর ড.মো.মফিজুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুদ্দিন দুরুদ সহ হাবিপ্রবি মজার স্কুলের সভাপতি সহিদুল ইসলাম ফাহিম, সাধারণ সম্পাদক রাগিব হাসান সিফাত এবং বেটার ফিউচার বাংলাদেশ দিনাজপুর শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
সুমাইয়া আনান সুমা এর সঞ্চালনায় দিনাজপুর জেলা শাখার ক্যাম্পাস অ্যাম্বাসেডর শফিউল আজম অপু অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বলেন, এটি তরুণদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক সংগঠন। এরই মধ্যে আমরা পথশিশুদের কিভাবে শিক্ষার আওতায় আনা যায় তার জন্য কাজ করছি। এছাড়া গরিব বাচ্চাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, খেলাধুলায় উৎসাহিত করতে টুর্নামেন্টের আয়োজন করে থাকি। জরুরি রক্তের প্রয়োজন হলে সংগঠন এর পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া ছাড়াও বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। লক্ষ্য মোদের একটাই,কোটি হাসির ।
কেআই/এসএইচ/
আরও পড়ুন