ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সুযোগ পেলে আমিও ভালো করবো: তুষার ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রায় চার বছর আব্দুর রাজ্জাকের সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। রাজ্জাক বুড়ো হয়ে যাওয়ায় সে আর চলে না- হয়তো এমন ধারণা থেকেই তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে বলে অনেকের ধারণা।

চার বছর পর টেস্ট দলে ফিরে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে ৪ উইকেট তুলে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েন আব্দুর রাজ্জাক। এর পর হঠাৎ করেই জাতীয় দলে ডাক আসে এই তারকার।

রাজ্জাকের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সী তুষার ইমরান। এখন তুষারের বিশ্বাস, রাজ্জাকের মতো তিনিও জাতীয় দলে সুযোগ পেলে ভালো করবেন। তিনি বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে।

জাতীয় দলের হয়ে মাত্র ৫ টেস্ট খেলেছেন তুষার ইমরান। তিনি বলেন, এখন সুযোগের অপেক্ষায় আছি। যে কোন দিন জাতীয় দলে ডাক চলে আসতে পারে।

তুষার বলেন, দেশে আমরা যেভাবে খেলছি, এটা সত্যিই উন্নতি হয়েছে। তবে এই পারফরম্যান্সের ধারবাহিকতা বিদেশের মাঠে অব্যাহত রাখতে পারলে বিশ্ব ক্রিকেটে আমাদের কদর বাড়বে।

উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট শিকার করার সুবাদে ত্রিদেশীয় সিরিজ চলা অবস্থায় তুষার ইমরান এবং আব্দুর রাজ্জাককে সম্মানিত করে জাতীয় দল। এই সম্মান পাওয়া নিয়ে তুষার বলেন, আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছি। কারণ দেশসেরা ক্রিকেটারদের কাছ থেকে সম্মান পাওয়া আসলে অন্যরকম একটা ফিলিংস। তবে এই সম্মাননা যদি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পেতাম তাহলে আরও ভালো লাগত। হয়তো ওনারা দেবেন। আর এখন সেই আশায় আছি।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি