ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুযোগ খুঁজেছি, বুঝে থাবা মেরেছি: ফ্রান্স কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আমরা ম্যাচের পুরোটা সময় সুযোগ খুঁজেছি। সুযোগ বুঝে থাবা মেরেছি। গোলমুখে ওদের কোনো জায়গা দিইনি। দিনশেষে আমরাই সফল।

গতকাল রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ফ্রান্স-বেলজিয়াম মধ্যকার ম্যাচে ফ্রান্সের জয় নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এ কথা বলেন।

তবে গতকালের খেলা দেখে মনে হয়েছে বল দখলে এগিয়ে ছিল বেলজিয়াম।তবে শেষ হাসি হেসেছে ফ্রান্স। রেড ডেভিলদের ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে ’৯৮ চ্যাম্পিয়নরা।

খেলা নিয়ে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ নিজেদের এগিয়ে রেখে বলেন, এটি খুবই ক্লোজ (প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ) ম্যাচ ছিল। এতে আমরাই চাপ সৃষ্টি করেছি বেশি। আমরাই এগিয়ে ছিলাম। তবে ভাগ্য অনুকূলে না থাকায় হেরে গেছি।

তবে ফ্রান্স কোচ বেলজিয়ান কোচের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, তবে আমরা সবসময় সুযোগ খুঁজেছি। সুযোগ বুঝে থাবা মেরেছি। গোলমুখে ওদের কোনো জায়গা দিইনি। দিনশেষে আমরাই সফল।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় ফ্রান্স-বেলজিয়াম। ৫১ মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের সেটপিচ থেকে দুরন্ত হেডে ঠিকানায় বল পাঠান স্যামুয়েল উমতিতি। এক হেডেই ফাইনালে উঠে ফ্রেঞ্চরা।

আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি