ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুযোগ নষ্টের মহড়ায় স্বপ্নভঙ্গ হামজার বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে দারুণ সুযোগ পেয়েও গোলের দেখা পেল না বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর আগমনে জয় পাওয়ার স্বপ্ন দেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা, কিন্তু একের পর এক সুযোগ নষ্টে সে স্বপ্ন রূপ নিল বিষাদে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে বেশ চাপে রেখেই শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখালেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে ওঠে স্বাগতিক ভারত, তবে একাধিক গোলের সুযোগ পেয়েও বাংলাদেশ ম্যাচের স্কোরলাইন বদলাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ০-০ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। কিক-অফের পরেই সহজ সুযোগ আসে লাল-সবুজের শিবিরে। হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষক ভিশালের ভুলের সুযোগ নিয়ে বল পান মুজিবুর রহমান জনি। তবে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন তিনি।

এরপর ১২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোলের আরও একটি সহজ সুযোগ পান হৃদয়। কিন্তু তার দুর্বল শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ।

ভারতও কিছু ভালো সুযোগ তৈরি করেছিল। ৩১ মিনিটে উদান্তর হেড ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মিতুল, ফিরতি বলে ফারুকের শটও আটকান তিনি।

বিরতির পর ভারত আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে বাংলাদেশও কিছু ভালো সুযোগ তৈরি করে। ৬১ মিনিটে রাকিবের প্রেসিংয়ে ভুল পাস দেন ভারতের গোলরক্ষক ভিশাল, জনি সেই বল পেয়ে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

৭৩ মিনিটে কর্নার থেকে ভারতের শুভাশীষের শক্তিশালী হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়।

ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, বদলি খেলোয়াড় ফয়সাল আহমেদ ফাহিম ডি-বক্সের বাইরে থেকে বুলেট শট নেন, তবে ভারতের গোলরক্ষক ভিশালের দুর্দান্ত সেভে রক্ষা পায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত, একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ, ভারতও তেমন কিছু করতে পারেনি। ০-০ সমতায় শেষ হওয়া ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি