সুষমা আসছেন সেপ্টেম্বরে
প্রকাশিত : ২০:০৩, ৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৫০, ১০ আগস্ট ২০১৭
আগামী সেপ্টেম্বরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতেই তাঁর ঢাকা সফর।
এর আগে গত ৭ আগস্ট পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তার দফতরে বৈঠককালে সুষমার সফরের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তবে এখনও সুষমার এ সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। এটা সুষমা স্বরাজের দ্বিতীয়বার বাংলাদেশ সফর। এরআগে ২০১৪ সালে তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি।
সূত্র জানায়, এবারের জেসিসি বৈঠকে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এরআগে সর্বশেষ ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দিল্লিতে জেসিসির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
আর/ডব্লিউএন
আরও পড়ুন