ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন পর্যবেক্ষকরা: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১০ অক্টোবর ২০২৩

সরকারের সঙ্গে নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল জানতে চেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।
 
সিইসি জানান,  তারা মূলত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন পর্যবেক্ষক দল। নির্বাচনী দায়িত্বসহ সব ব্যাপরে কমিশন তাদের বোঝাতে সক্ষম হয়েছে। 

দেশে ফিরে পর্যবেক্ষক টিম সবকিছু পর্যালোচনা করে নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন সিইসি।

বৈঠকে মার্কিন পর্যবেক্ষক প্রতিনিধি দলের মধ্যে ছিলেন আইআরআইয়ের বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও এনডিআইয়ের মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি