ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুস্থ আছেন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এমনটায় দাবি করেছেন।

তিনি বলেন, নিয়মিত চেক-আপের জন্য হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে তিনি বাসায় ফিরে যাবেন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার সোমবার সকালে এরশাদের সঙ্গে দেখা করেছেন।

সিএমএইচে জাতীয় পার্টির চেয়ারম্যানের চিকিৎসা নেওয়ার বিষয়ে ‘বিভ্রান্ত না হতে’ গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলদার।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি