পুঁজিবাজারের সব খবর
সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রকাশিত : ২৩:৪৬, ২৩ জুলাই ২০১৮
সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৮টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৩৪৮ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৮৭৩ কোটি ১১ লাখ টাকা।
সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৪০টির, আর ২০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি-
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে ন্যাশনাল পলিমার, ইবনে সিনা, রেনউইক যজ্ঞেশ্বর, ইউনাইটেড এয়ারওয়েজ ও লিবরা ইনফিউশনস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়।
স্টক ডিভিডেন্ড বণ্টন-
অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড।
২৪ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং-
ডাচবাংলা ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স ও লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২৫ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং-
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২৬ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং-
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, নিটল ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, বাট সু, ফ্যাস ফাইন্যান্স, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স-
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
২৮ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স-
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
২৯ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং-
ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ইন্স্যুরেন্স, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, এশিয়া ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
৩০ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
৩১ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং-
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এসএইচ/
আরও পড়ুন