ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সূচকের পতন হলেও লেনেদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৮:১২, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১২, ২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

dse cseসূচকের পতন হলেও লেনেদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৪টি, কমেছে ১৬৩টির, আর ৪৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২১ পয়েন্ট কমে এদিন নেমে আসে ৪ হাজার ৪৬২ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৬টির, আর ৩০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৭০ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি