ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সূর্য ছাড়া আরেকটি নক্ষত্রের স্পষ্ট ছবি তুললেন গবেষকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৩৪, ২৫ জানুয়ারি ২০১৮

এই প্রথম সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের স্পষ্ট ছবি তুলতে পেরেছেন গবেষকরা। চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত অত্যাধুনিক ইন্টারফেরোমেটিক দূরবীণ ব্যবহার করে পাই ওয়ান গ্রুইস নামে এই নক্ষত্রের ছবি তুলেছেন তাঁরা।

সূর্য থেকে ৫৩০ আলোকবর্ষ দূরে অবস্থিত পাই ওয়ান গ্রুইস। এটি আকারে সূর্য থেকে ৩৫০ গুণ বড়। বিজ্ঞানীদের অনুমান, ৫০০ কোটি বছর পর জ্বালানি ফুরিয়ে গেলে এমন আকার ধারণ করতে পারে সূর্য। ফলে এই তারাকে পর্যবেক্ষণ করে সূর্যের পরিণতি অনুমান করা সম্ভব।

পাই ওয়ান গ্রুইসকে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ থেকেই দেখা যায়। গবেষকদের পর্যবেক্ষণ থেকে দেখা যায়, শক্তির পরিবহনের জন্য সূর্যে যেখানে অন্তত ১০ লক্ষ `কনভেকটিভ সেল` রয়েছে সেখানে পাই ওয়ান গ্রুইস-এ এই ধরণের সেলের সংখ্যা হাতে গোনা।

গবেষকরা বলছেন, মধ্যাকর্ষণ শক্তি কম হওয়াতেই `কনভিকটিভ সেল`-এর সংখ্যা এত কম ওই নক্ষত্রে। নক্ষত্রের পৃষ্ঠে `কনভিকটিভ সেল` দেখা পাওয়া খুব মুশকিল। প্রকাণ্ড তারাগুলির আবহমণ্ডল ধূলিকণায় ঢাকা থাকায় পৃথিবীতে দাঁড়িয়ে তার পৃষ্ঠ দেখতে পাওয়া বর্তমান প্রযুক্তিতে অসম্ভব।

সূত্র: জিনিউজ

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি