ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সেংশন্স স্পেশালিস্ট ডিগ্রী পেলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২ জানুয়ারি ২০২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এসোসিয়েশন অব সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট থেকে সার্টিফাইড গ্লোবাল সেংশন্স স্পেশালিস্ট ডিগ্রী অর্জন করেছেন।

সারাবিশ্বে উক্ত ডিগ্রীধারী প্রথম গ্রুপের তিনি একজন এবং দক্ষিণ এশিয়ায় প্রথম হিসেবে এ ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে সেংশন্স কমপ্লায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জটিল সেংশন্স রেগুলেশন্স, আইনকানুন, বিধিবিধান ও নীতিমালা পরিপালন করে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন  করতে হয়। সেংশন্স পরিপালনে এ ডিগ্রী ইসলামী ব্যাংকসহ ব্যাংকিংখাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তরাষ্ট্রের একই প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালে সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ডিগ্রী অর্জন করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি