সেই কিশোরীর বিচার শুরু
প্রকাশিত : ১১:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
ইসরায়েলি সেনাসদস্যকে চড় মারার ঘটনায় ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির বিচার শুরু করেছে ইসরায়েলের একটি সামরিক আদালত। ওই সামরিক আদালতে একেবারে গোপনে বিচারকার্য সমাপ্ত করতে চাইছে ইসরায়েলি বাহিনী। তাই ওই আদালতে কোন সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় তাকে অফার নামের একটি সামরিক ঘাঁটির ওই আদালতে হাজির করার পর তার বিচার প্রক্রিয়া শুরু হয়। এর আগে ১৭ বছর বয়সী তামিমির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সহিংসতায় উসকানি দেওয়াসহ ১২টি অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, এসব অভিযোগ প্রমাণিত হলে, আহেদ তামিমির দীর্ঘমেয়াদে কারাভোগ করতে হতে পারে। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও পেতে পারেন তামিমি। তবে কারাদণ্ড বা মুক্তি যাই হোক তামিমি ওই থাপ্পর মারার ঘটনায় লজ্জিত নয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৮ ডিসেম্বর ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলাকালে দখলদার ইসরায়েলি সেনাদের কাছে গিয়ে একজনের গালে চড় বসিয়ে দেয় তামিমি। শুধু তাই নয়, এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। এতে বিশ্ববাসীর কাছে কিশোরী তামিমি হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের মূর্ত প্রতীক।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন