ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেই ‘ধর্মগুরু’র পাশের সেলে সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে বলিউড সুপারস্টার সালমান খানকে ৫ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর সালমান খানকে হাতকড়া পরিয়ে যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে সালমানকে বহনকারী পুলিশের একটি গাড়ি আদালত থেকে কারাগারে প্রবেশ করে। এ সময় চারপাশে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।

জানা গেছে, সালমান খানকে কারাগারে রাখা হয়েছে ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপু যে সেলে রয়েছেন তার পাশে।

ভারতীয় মিডিয়া বলছে, সেলের মধ্যে সালমানকে একা রাখা হচ্ছে। কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন না তিনি।

যোধপুর কেন্দ্রীয় কারাগারে সুপারস্টার সালমানের আরেক পরিচয় কয়েদি নম্বর ১০৬। 

এদিকে তার জামিনের জন্য আদালতে আবেদন করেছে সালমানের আইনজীবীরা। এনিয়ে শনিবার আদেশ দেবে যোধপুর সেশন আদালত। তাই শুক্রবার রাতও তাকে কারাগারে কাটাতে হবে।

প্রায় ২০ বছর আগে হরিণ শিকারের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলে যেতে হয় ৫২ বছর বয়সী সালমান খানকে। গতকালের এই রায়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন জয়া বচ্চন, অর্জুন রামপাল এবং সুভাষ ঘাই।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি