ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেই মেসি-আলভারেজ যাদুতে ০-৩ আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০১, ১৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০২:৪৩, ১৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রথমে পেনাল্টি আদায় করে নিলেন হুলিয়ান আলভারেজ। যা থেকে লক্ষ্যভেদ করলেন লিওনেল মেসি। কিছুক্ষণ পর সেই আলভারেজ নিজেই পেলেন গোলের দেখা। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেলো আর্জেন্টিনা।

এদিকে, খেলার ৩৪তম মিনিটে পেনাল্টিতে গোল দিয়ে বিশ্বকাপের নিজের ১১তম গোল পূরণ করলেন মেসি। সেইসঙ্গে এদিন ছাড়িয়ে গেলেন সাবেক তারকা স্ট্রাইকার বাতিগোল খ্যাত বাতিস্তুতাকেও।

এছাড়াও এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ, অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকার নজির গড়লেন লিও।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে রীতিমত মাতিয়ে দিচ্ছেন মেসি। প্রতি ম্যাচেই তার পা থেকে কোনো না কোনো জাদু দেখা যাচ্ছে। হয় দুর্দান্ত পাস, নয় তো দুর্দান্ত গোল। কিছু না কিছু জাদু দেখিয়েই যাচ্ছেন তিনি। তেমনই সাহায্য পাচ্ছেন সতীর্থদের থেকে, যারা মেসির জন্য ট্রফি জিততে মরিয়া। 

মেসির পরেই বল পায়ে যাদু দেখালেন আলভারেজ। যার দুরন্ত গোলে ম্যাচের ৩৯ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে বাজিমাত করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

লিওনেল মেসি দলকে এগিয়ে নেওয়ার পর অনেকটা একক দক্ষতায় দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতির পর খেলতে নেমে মেসি অসাধারণ পাস থেকে আরও এক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালের খুব কাছে নিয়ে গেলেন তরুণ এই ফরোয়ার্ড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি