ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৮ এপ্রিল ২০২৩

ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

শনিবার সিরিজ নির্ধারনী উত্তেজনাপূর্ণ তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির আগে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে জিতেছিলও স্বাগতিক নিউজিল্যান্ড।

কুইন্সটাউনে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। পাথুম নিশাঙ্কাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৭৬ রান যোগ করেন কুশল মেন্ডিস। জুটিতে ২৫ বলে ২৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন নিশাঙ্কা।

৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে কুশল পেরেরার সাথে ২৬ বলে ৪৬ রান তুলে বিদায় নেন মেন্ডিস। নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারের শিকার হওয়ার আগেম  ৪৮ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রান করেন মেন্ডিস।

১৪তম ওভারে দলীয় ১২২ রানে মেন্ডিস ফেরার পর রানের চাকা ঘুড়িয়ে শ্রীলংকাকে বড় সংগ্রহ এনে দেন পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক দাসুন শানাকা। পেরেরা ২১ বলে ৩৩, ডি সিলভা ৯ বলে ২০ ও শানাকা ৮ বলে ১৫ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। 

নিউজিল্যান্ডের লিস্টার ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট।

১৮৩ রানের জবাবে আগের ম্যাচের মত এবারও ঝড় তুলে চাদ বোয়েসকে নিয়ে ৩৩ বলে ৫৩ রানের সূচনা করেন সেইফার্ট। জুটিতে ১৮ বলে ১৭ রান করে আউট হন বোয়েস। এরপর অধিনায়ক টম লাথামকে নিয়ে নিউজিল্যান্ডকে জয়ের পথেই রাখেন আগের ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করা সেইফার্ট।  আজ ২৬ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন কিউই ওপেনার।

২৩ বলে ৩১ রান করা লাথামকে শিকার করে জুটি ভাঙ্গেন স্পিনার মহেশ থিকশানা। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৮৪ রান যোগ করেন সেইফার্ট-লাথাম।

১৭তম ওভারের প্রথম বলে বিধ্বংসী সেইফার্টকে শিকার করে শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন পেসার প্রমোদ মধুশান। ১০টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে ক্যারিয়ার সেরা  ৮৮ রান করেন সেইফার্ট। 

সেইফার্ট যখন ফিরেন তখন নিউজিল্যান্ডের দরকার ছিল ২৩ বলে ২৯ রান। পরের ১৭ বলে ১৯ রান যোগ করে স্বাগতিকরা।  শেষ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের।

পেসার লাহিরু কুমারার শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন মার্ক চাপম্যান। পরের তিন বলে ১টি ওয়াইডের সাথে ১টি রান আউটসহ ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ বলে আসে ১ রান। পঞ্চম বলে ২ রান নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন রাচিন রবীন্দ্র। ড্যারিল মিচেল ১৫, চাপম্যান ১৬ ও রবীন্দ্র অপরাজিত ২ রান করেন।

শ্রীলংকার কুমারা ৩ উইকেট নেন।

ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সেইফার্ট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি