ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেচপাম্প চালু ও বন্ধ করতে মোবাইল ডিভাইস(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৬ মার্চ ২০১৮

বিদ্যুত চালিত সেচপাম্প চালু ও বন্ধ করতে অভিনব মোবাইল ডিভাইস সাড়া ফেলেছে চাষীদের মাঝে। মোবাইল ফোন থেকে ডিভাইসযুক্ত ফোনে রিং দিলেই চালু ও বন্ধ হয় সেচপাম্প। ফলে সাশ্রয় হচ্ছে কিছুটা বিদ্যুত। কমছে পানির অপচয়। ডিভাইসটির উদ্ভাবক মেহেরপুর সদরের শ্যামপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মনিরুল ইসলাম।

মোবাইল ডিভাইস যুক্ত করে চলছে রিমোট কন্ট্রেলের কাজ। বিদ্যুৎ চালিত সেচপাম্প নিয়ন্ত্রক এই যন্ত্রটির আবিস্কারক ইলেকট্রিশিয়ান মনিরুল ইসলাম। তিনি জানান, সেচপাম্পে যুক্ত ডিভাইসটিতে আছে একটি সিমকার্ড। প্রায় ৩ কিলোমিটারের মধ্য থেকে ঐ সিমকার্ডের নম্বরটিতে রিং দিলে চালু হচ্ছে সেচপাম্প। আবার রিং দিলে তা বন্ধ হয়ে যাচ্ছে।

ডিভাইসটি মেহেরপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারী কৃষকরা জানান বাসা বা টঙ ঘরে বসে থেকেই সেচপাম্প চালু ও বন্ধ করা যাচ্ছে। ফলে বিদ্যুত সাশ্রয়ের পাশাপাশি কমছে পানির অপচয়ও। নিয়োগ করতে হচ্ছে না অতিরিক্ত শ্রমিক।

মনিরুলের ডিভাইসটি উদ্ভাবনের ফলে কৃষকরা উপকার পাচ্ছেন বলে জানলেন বিএডিসি উপ-সহকারি প্রকৌশলী।          

উৎপাদন খরচ কমাতে এধরনের উদ্যোগ কৃষির উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি