ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সেঞ্চুরি ছুঁতে তিন হাত দূরে ফেদেরার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ক্রিকেটে সেঞ্চুরি হয় রানে। ফুটবলে গোলে। আর টেনিসে ? টেনিসে হয় শিরোপায়, যা এর আগে মাত্র একজনই করতে পেরেছেন। তাঁর নাম জিমি কর্নস। যুক্তরাষ্ট্রের টেনিস তারকা জিমি কর্নস ১০৯টি শিরোপা নিয়ে টেনিসকাপ জয়ীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। সেঞ্চুরি ক্লাবে নাম লেখাতে ফেদেরার-এরও দরকার মাত্র তিন শিরোপা।

কর্নসের নিচেই আছেন বর্তমান নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার। বয়সে বুড়িয়ে গেলেও খেলটা দেখিয়ে যাচ্ছেন ১৮’র তরুণের মতোই। আর এতেই অস্ট্রেলিয়া ওপেনের পর রটারডাম ট্রফি জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে এসেছেন এ সুইস তারকা। পেছনে ফেলে দিয়েছেন টেনিসের হটবয় খ্যাত রাফায়েল নাদালকেও।

রটারডাম ট্রফি জয়ের মাধ্যমে মোট ৯৭টি ট্রফি ঘরে তুলেছেন সুইজারল্যান্ডের এ তারকা। তাই সেঞ্চুরি পেতে আর মাত্র তিনটি শিরোপা দরকার ফেদেরারের। এতেই সেঞ্চুরির ক্লাবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম লেখাবেন ফেদেরার। এদিকে স্পেনের রাফায়েল নাদাল ৭৫ শিরোপা নিয়ে আছেন পাঁচ-এ। তবে বয়সটা এখনো ৩২ এর ঘরে হওয়ায় সামনে অবার সুযোগ পাচ্ছেন নাদাল।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি