সেঞ্চুরির আক্ষেপ মিরাজের, ১০৬ রানের লক্ষ্য দ.আফ্রিকার
প্রকাশিত : ১১:২৭, ২৪ অক্টোবর ২০২৪
মিরপুর টেস্ট তৃতীয় তিনে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই অলআউট টাইগাররা। সেঞ্চুরি তুলতে পারেননি মিরাজ। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৬ রানের লক্ষ্য দিতে পারলো টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ৮৫ ওভার ৫ বল খেলে ৩০৮ রান তুলে অলআউট হয়েছে টাইগাররা। এতে ১০৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রান করেছিল বাংলাদেশ দল।
আগেরদিনের করা ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এদিন ২৪ রান যোগ করতে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয়েছে স্বাগতিকরা।
প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাঈম হাসান। ২৯ বলে ১৬ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তাইজুলও। ৭ রান করেন এই স্পিনার। আর মেহেদি মিরাজ ১৯১ বলে ৯৭ রান করে সাজঘরে ফেরেন। দুর্দান্ত খেলে কাছাকাছি এসেও সেঞ্চুরি না পাওয়াটা নিশ্চিতভাবেই পুড়াবে মিরাজকে।
শেষ পর্যন্ত ৩০৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আর তাদের লিড দাঁড়ায় ১০৬ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। এ ছাড়াও কেসব মহারাজ তিনটি এবং মুল্ডার নেন একটি উইকেট।
এএইচ