সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে অনুপ্রিয়া গোয়েঙ্কা
প্রকাশিত : ১০:৫৩, ৫ এপ্রিল ২০২৫

চলচ্চিত্রের পর্দায় সম্পর্কের ঘনিষ্ঠতা ফুটিয়ে তোলার আড়ালে অনেক সময়ই চাপা পড়ে যায় শিল্পীদের ব্যক্তিগত অস্বস্তি। সম্প্রতি অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন এমনই কিছু অভিজ্ঞতা, যা রীতিমতো আলোড়ন তুলেছে বলিউড অঙ্গনে।
সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক আলাপচারিতায় অনুপ্রিয়া জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। এক সহ-অভিনেতার আচরণে স্পষ্টভাবেই লঙ্ঘিত হয়েছিল তাঁর ব্যক্তিগত সীমানা।
"চুম্বনের দৃশ্যের শুটিং চলছিল। আমি বুঝতে পারছিলাম, সহ-অভিনেতা উত্তেজিত হয়ে পড়েছেন। পরিস্থিতি ছিল এমন, যেন আমার সম্মানে আঘাত করা হচ্ছে। আমি সেটা তখনই উপলব্ধি করেছিলাম," বলেন অনুপ্রিয়া।
তিনি আরও জানান, আরেকটি দৃশ্যে এমন পোশাকে অভিনয় করতে হয়েছিল যা ছিল যথেষ্ট অস্বস্তিদায়ক। সেখানে সহ-অভিনেতা দৃশ্য অনুযায়ী কোমরে হাত রাখার পরিবর্তে তাঁর পশ্চাদ্দেশে হাত রাখেন। "উনি চাইলে কোমরেই হাত রাখতে পারতেন। আমি তাঁর হাত সরিয়ে দিই এবং বলি, কীভাবে ধরতে হবে। আমি প্রতিবাদ করেছিলাম, যদিও তখন সরাসরি তাঁকে কিছু বলার সাহস হয়নি," বলেন অভিনেত্রী।
তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে, ঘটনাগুলো ইচ্ছাকৃত ছিল কি না, সে বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত নন। "আমি বলব না যে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিনয়ের উত্তেজনায় অনেক সময় সীমা লঙ্ঘন হয়,"—সৎ স্বীকারোক্তি তাঁর।
অনুপ্রিয়ার অভিজ্ঞতাগুলি প্রকাশ্যে আসার পর বিনোদন জগতে শিল্পীদের পেশাদার আচরণের গুরুত্ব এবং সেটে নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা আবারও আলোচনায় এসেছে।
উল্লেখ্য, অনুপ্রিয়া গোয়েঙ্কা ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি জনপ্রিয়, ‘সেক্রেড গেমস’, ‘অভয়’, ‘ক্রিমিনাল জাস্টিস’ এবং ‘অসুর’-এর মতো সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এসএস//