ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সেনা মোতায়েনে ভোটার ও দলের মধ্যে আস্থা ফিরবে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ২৪ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে ভোটার ও দলের মধ্যে আস্থা আসবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

আজ সোমবার রাজধানীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে আনা আমাদের লক্ষ্য।

তিনি বলেন, এতোদিন বিএনপিসহ বিভিন্ন দল যে অভিযোগ করে আসছিলো আশা করি সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে এসকল অভিযোগ অনেকটায় কমে আসবে।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি