ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সেনাবাহিনীর ধাওয়ায় পালাল দুই কলেজের শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২০ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৮:৪৬, ২০ নভেম্বর ২০২৪

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে দুপক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে। তবে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

এর আগে, বেলা ৩টার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যায়। এসময় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এসএস// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি