ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট অপহরণের ঘটনায় বড়ঋষি চাকমাসহ ৫ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ১৯:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৬

সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহরণের ঘটনায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ ৫ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাঙামাটি জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকন উদ্দিন কবির এ’ আদেশ দেন। উচ্চ আদালতের জামিন শেষে আজ মঙ্গলবার রাঙামাটির আদালতে তাদের হাজিরা দেয়ার দিন ধার্য ছিল। গত ৩০মে বাঘাইছড়ি লাইল্যাঘোনা এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমাকে অপহরণ করা হয়। পরে, তার স্বজনরা উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি