ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেনেগাল ২- পোল্যান্ড ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ১৯ জুন ২০১৮ | আপডেট: ২২:৫৫, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আফ্রিকার দেশ সেনেগাল দারুণ ঝলক দেখাচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের চেয়ে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে গেছে দেশটি। প্রথমার্ধে থিয়াগো সিয়নেকের গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপর ৬১ মিনিটে মাবাই নিয়াংয় ব্যবধান দ্বিগুণ করেন।

শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে আফ্রিকান এ দলটি। খেলার ৩৭ মিনিটে আক্রমণে যায় সেনেগাল। মাবাই নিয়াং পোল্যান্ডের জাল লক্ষ্য করে দুর্বল শট নিলে তা ক্রস করার চেষ্টা করেন পোল্যান্ড ডিফেন্ডার মাইকেল পাজদ্যান। তবে তার পায়ে লেগেই মূলত বল জড়িয়ে পড়ে নিজেদের জালে। গোল কিপার সাদিয়ো ম্যানে কিছু বুঝে উঠার আগেই বল জড়িয়ে পড়ে পোল্যান্ডের জালে।

এদিকে খেলার ৬১ মিনিটে পোল্যান্ডের জালে দ্বিতীয় বলটি জড়িয়ে দেন স্ট্রাইকার মাবাই নিয়াং। সাবেক ওয়েস্ট ব্রোম মিড ফিল্ডার গ্রেজজর্জ ক্রাইচোয়িাকের ভুলের কারণেই এ গোলটি হজম করতে হলে পোল্যান্ডকে। গ্রেজজর্জ অগত্যা বল পায়ে নেওয়ার জন্য ডিফেন্স ভেঙ্গে এগিয়ে আসে। এসময় গোলকিপার বল সেইভ করতে আসলে গোল পোস্ট হয়ে যায় ফাঁকা।

এসময় নিয়াং সাইডবেঞ্চের কাছেই দাড়িয়ে ছিল। বল আসা মাত্রই দৌড়ে গিয়ে তার নিয়ন্ত্রণ নিয়ে সোজা পোল্যান্ড গোলমুখে দৌড়। অতঃপর পোল্যান্ড গোলমুখে আলতো পায়ে শট। ততক্ষণে বল গিয়ে জড়িয়ে পড়লো পোল্যান্ডের জালে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি