সেনেগালে স্টেডিয়ামের দেয়ালধস : ৮ জনের মৃত্যু
প্রকাশিত : ১২:৩৫, ১৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:০১, ১৬ জুলাই ২০১৭
সেনেগালের এক স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে এসে স্টেডিয়ামের দেয়ালধসে প্রাণ হারিয়েছেন আট দর্শক। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। শনিবার দিবাগত রাতে সেনেগালের রাজধানী ডাকারের ডেম্বা ডিওপ স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে স্টাডে ডি এমবুর ও ইউনিয়ন স্পোর্টিভ ওয়াকামের ম্যাচ শেষে এ দুর্ঘটনা ঘটে।
নির্ধারিত সময় ম্যাচ অমীমাংসিত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে স্তাদে দে বোর (২-১) ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষে বাঁশি বাজতেই দুই দলের সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। দর্শকরা আতঙ্কিত হয়ে দেয়াল টপকাতে গিয়েই দেয়ালধসে আটজন মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায়নি। সূত্র: টেলিগ্রাফ।
আর/ডব্লিউএন
আরও পড়ুন