ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ১৪ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৬:১৭, ১৪ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ২ শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন আলম ও চুন্নু।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকি পরিষ্কারের জন্য ভিতরে প্রবেশ করলে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যায়। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

নাসিরনগর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, গ্যাসযুক্ত সেপটিক ট্যাংকে কাজ করার সময় তিন শ্রমিক মারা যায়। তাদের মরদেহ উদ্ধারে কাজ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি