ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৯.৯২% এ দাঁড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

খাদ্য ও খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি উভয়ের নিম্ন প্রবণতার কারণে গত মাসে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ১০.৪৯ শতাংশ থেকে  হ্রাস পেয়ে সেপ্টেম্বরে ৯.৯২ শতাংশে নেমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতি ২০২৪ সালের আগস্ট মাসে ১১.৩৬ থেকে কমে ১০.৪০ শতাংশে নেমে এসেছে। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতির হার কমে ৯.৫০ শতাংশে নেমে এসেছে। আগস্ট মাসে মুদ্রাস্ফীতির এই হার ছিল ৯.৭৪ শতাংশ।

শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মুদ্রাস্ফীতির হার গত মাসেও কমেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট টু পয়েন্ট মুদ্রাস্ফীতি কমে গিয়ে ১০.১৫ শতাংশ হয়েছে।  আগস্টে এই হার ছিল ১০.৯৫ শতাংশ। 

অন্যদিকে, শহরাঞ্চলে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ২০২৪ সালের সেপ্টেম্বরে ৯.৮৩ শতাংশে নেমে আসে।   আগস্ট মাসে মুদ্রাস্ফীতির এই হার ছিল ১০.০১ শতাংশ। 

২০২৪ সালের সেপ্টেম্বরে মজুরি হার সূচক ৮.০১ শতাংশ বৃদ্ধির সাথে একটি আপট্রেন্ড প্রত্যক্ষ করেছে। আগস্টে মজুরি হারের এই সূচক ছিল ৭.৯৬ শতাংশ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি