ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সেপ্টেম্বরেই আসছে আইফোন ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২১, ২৭ আগস্ট ২০১৭

আইফোন প্রেমীদের অপেক্ষার দিন শেষ। কারণ চূড়ান্ত হয়েছে আইফোন ৮-এর মুক্তির তারিখ। সেপ্টেম্বরের ১২ তারিখ মুক্তি পেতে চলেছে আইফোন ৮। আর বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে।

আইফোন ৮ এ থাকছে নতুনত্ব। কোনো হোম বাটন না থাকায় গতবারের তুলনায় আকারে বাড়ছে আইফোন ৮। আইফোনের ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি। পাওয়া যাবে তিন ধরনের স্টোরেজ অপশন ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি।

এতে থাকছে দ্বিমাত্রিক সেন্সরসমৃদ্ধ ডুয়াল ক্যামেরা। এছাড়া সামনে ও পেছনের ক্যামেরায় ছবি তোলার জন্য থাকবে অগমেন্টেড রিয়েলিটি, ত্রিমাত্রিক ভার্চুয়াল ছবি তোলার সুযোগ। পাশাপাশি আশপাশের পরিবেশ ও সময়কে ফুটিয়ে তুলতে সক্ষম হবে।

আইফোন ৮-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান প্রযুক্তির জায়গা দখল করবে ফেস রিকগনিশন প্রযুক্তি। অর্থাৎ ব্যবহারকারীর মুখ হবে লক খোলার পাসওয়ার্ড। আর ব্যবহারকারীর চেহারা চিনতে এক সেকেন্ডের ১০ লাখ ভাগের এক ভাগ সময় নেবে আইফোন-৮। ওএলইডি বেজেল লেস প্যানেল থাকছে নতুন এই আইফোনে। 

চার্জিংয়ের ঝামেলা এড়াতে থাকছে তারবিহীন চার্জিং সিস্টেম। আসন্ন এই আইফোনটির দাম হতে পারে এক হাজার দুশো ডলার থেকে এক হাজার চারশ ডলারের মধ্যে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি