ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সেভিয়াকে উড়িয়ে দিলো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১০ ডিসেম্বর ২০১৭

স্বরূপে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেভিয়ার বিপক্ষে জোড়া করলেন ব্যালন ডি’অর জেতা এই পর্তুগিজ তারকা। সঙ্গে নাচো ফার্নান্দেজ, টনি ক্রুস ও আশরাফ হাকিমির গোলে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

নিজেদের মাঠে নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়াই মাঠে নামে রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন নাচো ফার্নান্দেজ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৩১ মিনিটে পেলাল্টি থেকে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো।

চার মিনিট পর ব্যবধান ৪-০ করেন জার্মান তারকা টনি ক্রুস। ৪২ মিনিটে আশরাফ হাকিমি গোল করলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর আর কোনো গোল হয়নি। ফলে ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।

 

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি