ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সেভিয়ার কাছে হেরে বিদায় ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২১ এপ্রিল ২০২৩

ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়ার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম লেগে ২-২ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচে জিতলেই নিশ্চিত হতো শেষ চার। তবে সেভিয়ার মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। 

মাত্র ৮ মিনিটে ম্যানইউ ডিফেন্ডার ম্যাগুয়ার ভুলে স্বাগতিকদের এগিয়ে দেন মরক্কোর স্ট্রাইকার ইউসুফ এন নাসেরি। প্রথমার্ধে সুযোগ পেয়েও গোলটি শোধ দিতে পারেনি ইউনাইটেড। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও পিছিয়ে পড়ে দলটি। শেষদিকে জোড়া গোল পূর্ণ করে সেভিয়াকে বড় জয় এনে দেন নাসেরি। 

অন্য ম্যাচে স্পোটিং লিসবনের মাঠে ১-১ গোলে ড্র করেও প্রথম লেগে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি