ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ইউরোপা লিগ

সেমিতে অ্যাটলেটিকোর সামনে আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৩ এপ্রিল ২০১৮

ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা করবে আর্সেনাল।   অপরদিকে আরবি সলজবুর্গকে পেয়েছে মার্শেই।

ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় গানার্সরা প্রথম লেগ খেলবে নিজেদের মাঠে ২৬ এপ্রিল। দ্বিতীয় লেগ হবে ৩ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে লিওনে, ১৬ মে বুধবার। শিরোপা জয়ীরা সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।

২০১০ এবং ১২ সালের ইউরোপ লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো ফেভারিট হিসেবে সেমিফাইনাল খেলতে নামবে। তারা স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষস্থানে থাকা বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে।

পর্তুগালের ক্লাব স্পোর্টিংয়ের মাঠে ১-০ গোলে হেরেও সেমিতে চলে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-০ গোলের জয়ে এগিয়ে ছিল তারা।

অন্যদিকে শেষ আটের দ্বিতীয় লেগে সিএসকেএ মস্কোর মাঠে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে তারা। প্রথম পর্বে ৪-১ গোলে জিতেছিল ইংল্যান্ডের ক্লাবটি।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি