ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সেমিতে রিয়াল-বায়ার্ন, লিভারপুল-রোমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ১৩ এপ্রিল ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে  উঠেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও রোমা। এদের মধ্যে সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অপরদিকে লিভারপুলের মখোমুখি হবে রোমা।

সেমি-ফাইনালের প্রথম লেগ হবে আগামী ২৪ ও ২৫ এপ্রিল। ১ ও ২ মে হবে ফিরতি পর্ব।

এর আগে ইউরোপের মঞ্চে ২৪ বার দেখা হয়েছে রিয়াল ও বায়ার্নের। এর মধ্যে ১১টি করে ম্যাচ জিতেছে তারা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

অপরদিকে লিভারপুল ও রোমার এর আগে পাঁচবার দেখা হয়েছে। লিভারপুল জিতেছে দুটি, রোমা একটি। বাকি দুই ম্যাচ ড্র।

উল্লেখ্য, আগামী ২৬ মে ইউক্রেনের রাজধানী কিয়েভে হবে ফাইনাল।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি