ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প নেই টাইগারদের

প্রকাশিত : ২৩:১১, ১০ জুন ২০১৯ | আপডেট: ২৩:৫১, ১০ জুন ২০১৯

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে কাল শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে এ মুহূর্তে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে। টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা টাইগাররা এ ম্যাচ জিতেই ঘুরে দাঁড়াতে চায়। অন্যদিকে তিন ম্যাচ খেলে শ্রীলংকারও জয় একটিতে। পাকিস্তানের বিপক্ষ্যে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে জয় ছাড়া কিছুই ভাবছে না লংকানরাও।

কাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে আজ বৃষ্টি উপেক্ষা করেই অনুশীলন করে বাংলাদেশ দল। সড়কপথে কার্ডিফ থেকে বাসভ্রমণে ব্রিস্টলে পৌঁছেই ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে চলে যান তামিম ইকবাল। লক্ষ্য একটাই, সেমিফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই।

টাইগার দলপতি মাশরাফি বলেন, বিশ্বকাপের মতো জায়গায় এসে ম্যাচ জয়ের বিকল্প ভাবার সুযোগ নাই। আমাদের যদি সেমিফাইনালে যেতে হয়, তবে আমাদের সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। হয়তো শেষ ম্যাচটা জিতলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে আমার প্রথম তিনটা ম্যাচ খেলছি, এই কন্ডিশনের সাথে যারা সবচেয়ে বেশি মানানসই তাদের সাথে।

এদিকে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে শ্রীলংকা। পরের ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে জয়। এরপর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করলে ৩ পয়েন্ট পায় তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ হয়ে এসেছে পেসার নুয়ান প্রদীপের ইনজুরি। আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন এ পেসার। নুয়ানের পরিবর্তে একাদশে আসতে পারেন কাসুন রাজিথা।

টিআই//আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি