সেমিফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল
প্রকাশিত : ১৪:০৬, ২২ এপ্রিল ২০১৭
মন্টে কার্লোস মাস্টার্স টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল।
শীর্ষে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ দিয়েগো শাওয়ার্টজম্যানকে হারিয়েছেন রাফায়েল নাদাল। আর্জেন্টাইন দিয়েগোর বিপক্ষে জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-৪ গেমে জয় নিয়ে এগিয়ে যান স্প্যানিশ তারকা নাদাল। পিছিয়ে পরে দ্বিতীয় সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোললেও শেষ পর্যন্ত নাদালের সাথে পেরে উঠেননি দিয়েগো। দ্বিতীয় ও শেষ সেটেও ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন নাদাল। আর সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ বেলজিয়াম টেনিস তারকা ডেভিড গফিন।