ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সেমিফাইনালে ৪ দল, কখন কে কার বিরুদ্ধে লড়বে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১১ ডিসেম্বর ২০২২

ফিফা ফুটবলের ২২তম আসরের চূড়ান্ত সময় দ্রুতই ঘনিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো শুরু হওয়া ৩২ দলের আসর এখন শেষ চারে এসে দাঁড়িয়েছে। আর এক ধাপ পেরুলেই স্বপ্নের ফাইনাল। তবে সেমিফাইনালের বাধা টপকাতে হবে।

শেষ চার নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আফ্রিকান দেশ মরক্কো। প্রথমবারের মতো শেষ চারের মঞ্চে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। যেখানে নেই ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ড ও পর্তুগালের মতো শক্তিশালী দল।

প্রথম সেমিফাইনাল আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর)। যেখানে মেসির আর্জেন্টিনা লড়বে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি হবে বুধবার (১৪ ডিসেম্বর)। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ আফ্রিকার জায়ান্ট মরক্কো।

দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

এক নজরে সেমিফাইনালের সময়সূচি

১৩ ডিসেম্বর- আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, রাত ১টা (লুসাইল স্টেডিয়াম)

১৪ ডিসেম্বর- ফ্রান্স বনাম মরক্কো; রাত ১টা (আল বায়েত স্টেডিয়াম)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি