ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সেমিফাইনালে ৪ দল, কে কার প্রতিপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৭ নভেম্বর ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভের ম্যাচগুলো শেষ হয়েছে। দু’গ্রুপ থেকে শীর্ষ ৪টি দল সেমিফাইনালে স্থান করে নিয়েছে। এদের মধ্যে কে কাকে প্রতিপক্ষ হিসেবে পেল তাও নিশ্চিত হয়ে গেছে।

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে স্থান করে নিয়েছে শিরোপা প্রত্যাশী ভারত। জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রোহিত শর্মার দল। সেমিতে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ ‘এ’ এর রানারআপ ইংল্যান্ডকে।

আগামী ৯ নভেম্বর অ্যাডিলেডে সেমিফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড। 

‘বি’ গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে অনিশ্চয়তায় থাকা পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। মামুলি স্কোর পেয়ে পাকিস্তান ১১ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয়। 

গ্রুপের রানার্সআপ হয়ে বাবরের দল সেমিতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। ৯ নভেম্বর সিডনিতে মুখোমুখি হবে দু’দল।

একই সময়ে ভারত-ইংল্যান্ড ও পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ মাঠে গড়াবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি