ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৬ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসের হকিতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া ওই ম্যাচে ৩-১ গোলে  হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ থাইদের বিপক্ষে প্রথম ও দ্বিতীয়ার্ধে কোনও গোল পায়নি। তবে তৃতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ আশরাফুলের গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোলের ৬ মিনিট পর আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। ৪৭ মিনিটের মাথায় বোরিরাকের গোলে ব্যবধান কমায় থাইল্যান্ড। তার কিছুক্ষণ পর ৫৫ মিনিটের মাথায় মোহাম্মদ মিলনের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় মালয়েশিয়ার বিপক্ষে।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে গ্রুপের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ আগামী ২৮ আগস্ট গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে।

 

এমএইচ/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি